বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

ফেনীতে শ্রেষ্ঠ সমবায়ের পুরস্কার পেলো ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিতরণ করা হয় ৮ লাখ টাকা ঋণের চেক 

Add Your Heading Text Here

“সবসময়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস সারাদেশের ন্যায় ফেনীতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল  দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা, জেলার শ্রেষ্ঠ সমবায় পুরষ্কার প্রাপ্ত ও সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‍্যালির মাধ্যমে দিবসটি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপ-পরিচালক গোলাম মো. বাতেন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, এনএসআইর ফেনীর উপ-পরিচালক মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী কেন্দ্রীয় সমবায় সমিতি ব্যাংকের সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী জেলা সমবায় কর্মকর্তা গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন।
প্রশিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় সমিতির সভাপতি শাহাব উদ্দিন শিকদার, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার প্রাপ্তরা হলেন- ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, ফেনী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শাহাব উদ্দিন সিকদার, লালপোল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, বিরিঞ্চি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম ও মহিপাল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী। অন্যদিকে সুবিধাভোগী ৮ নারীকে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির হাত থেকে শ্রেষ্ঠ সমবায়ী পুরষ্কার ও সুবিধাভোগীরা চেক গ্রহণ করেন।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়