বগুড়ায় কয়েকটি ট্রাক এবং কাভার্ডভ্যান ভাংচুর করেছে অবরোধকারীরা।
রবিবার সকাল সোয়া ৮টার দিকে বগুড়া শহরতলী এলাকার ঢাকা- বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়লে অবরোধকারীরা পাল্টা ককটেল বিস্ফোরণ করে। এতে এক বিএনপি নেতা আহত হয়েছে।
জানা গেছে, সকালে পুলিশ স্কটে যানবাহন চলাচলের সময় পিছন থেকে চার থেকে পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনের গ্লাস ভাংচুর করে অবরোধকারীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে। অবরোধকারীরা ককটেল নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। পরে পুলিশের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, তেলিপুকুরে অবরোধকারীদের টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অন্য দিকে,রোববার সকাল ৮ টায তিনমাথা এলাকায় পুলিশের গুলিতে বিএনপি নেতার নাম মাহবুব আলম আহত হয । তিনি বগুড়া ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার বলেন, ‘অবরোধ কর্মসূচি সফল করতে সকালে তিনমাথা এলাকায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়। ওইসময় পুলিশী নিরাপত্তায় ট্রাক চলাচল করছিল। হঠাৎ করে ট্রাকের সামনে থাকা পুলিশের গাড়ি থেকে রাবার বুলেট ছুড়ে। এতে মাহবুব আলম নামে ১৩ নম্বর ওয়ার্ড কমিটির নেতার পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
তবে পুলিশ কোনো ধরনের গুলি চালায়নি বলে দাবি করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।
তিনি বলেন, ‘অবরোধকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়েছে। তাদের নিক্ষেপ করা ককটেলে নিজেরাই আহত হয়েছেন। গুলি করার কোনো প্রশ্নই আসে না।’