বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

বান্দরবানকে ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলা হবে- বীর বাহাদুর

Add Your Heading Text Here

দেশে ৬৪টি জেলার মধ্যে পার্বত্য এলাকার বান্দরবানকে ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলা হবে বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার (১ নভেম্বর) সকালে ক্ষুদ্র – নৃ গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের অডিটরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি এসব কথা বলেন।

বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পিছিয়ে পড়া পার্বত্য এলাকায় এখন স্কুল,কলেজ,চিকিৎসা থেকে শুরু করে যোগাযোগের ব্যবস্থাসহ ব্যপকভাবে উন্নয়ন ছেয়ে গেছে। এর কারণ দেশের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখহাসিনা নেতৃত্ব দিচ্ছেন বলে তলাবিহীন ঝুড়ি দেশ আজকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এছাড়াও পার্বত্য এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক গড়ে তোলার আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কলেজ পর্যায়ের ২শত ৬৫ জন মাঝে সাড়ে ১৮ লক্ষ টাকা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪শত ৩০ জন মাঝে ৪৩ লক্ষ টাকাসহ ৬৯৫ জন শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬১ লক্ষ টাকা নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি।

এর আগে ৬ কোটি টাকার ব্যায়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইউনিটের অফিস ৫তলা বিশিষ্টভবন উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান হারুন উর রশ্মিদ, সদস্য পরিকল্পনা (উপ-সচিব) জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চেন্সেলর ডাঃ এম নুরুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান্নাতুল মাওয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়