বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

ভালুকায় অবরোধের প্রতিবাদে এমপির সমর্থকদের মিছিল

Add Your Heading Text Here

সোহাগ রহমান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টায় এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনুর সমর্থকেরা পৌর এলাকায় মিছিল করেছে। কৃষকলীগের ব্যানারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে বের হওয়া প্রতিবাদ মিছিলটি ভালুকা-গফরগাঁও সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ভালুকা বাসস্ট্যান্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবীব মহনের সভাপতিত্বে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ মাস্টার, ওমর হায়াত খান নঈম। এ সময়, হাজী আব্দুর রহমান, ইকবাল হোসেন তালুকদার, শফিকুল ইসলাম সেলিম, আফতাব মাহবুব, আবু সাঈদ, শারফুল ইসলাম, ফজলুল আমিন লিটন, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, রেদুয়ানুল হক মুন্সি, বজলুর রহমান, মনিরুজ্জামান মামুন, সাইফুল ইসলাম, অনিক আহমেদ, শামীম মন্ডল, সানমুন মন্ডল ও রফিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান কালাম বলেন, বিএনপি জামাতের হরতাল অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো প্রকার নৈরাজ্য মেনে নেয়া হবেনা। এমপি সাহেবের নির্দেশে আমরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান কর্মসূচিসহ প্রতিবাদ সমাবেশ ও মিছিল করছি। জনগণের জানমাল রক্ষায় বরাবরই ভালুকার নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রেখে আসছে। আগামী দিনেও এমপি ধনুর নেতৃত্বে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়