ভোলার ১০৫টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র, ২২টি প্রাথমিক বিদ্যালয় ভবন ও দুটি গ্যাস কূপসহ এক হাজার ৫১৭ কোটি টাকার ৯টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করবেন।
আজ মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভকক্ষে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ভোলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, এ উদ্বোধনের মাধ্যমে ভোলার ২০ লক্ষ মানুষের আর্থ-সামাজিক এবং শিক্ষার প্রসারে পাশাপাশি গ্যাসকূপ খননের মূল্যায়ন এবং অনুসন্ধানের যে প্রকল্পের উদ্বোধন হয়েছে সেটি ভোলার শিল্প তথা সামগ্ৰিক ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী এ উদ্বোধনের মাধ্যমে ভোলা উন্নয়নের দিক থেকে বহুগুণ এগিয়ে যাবে বলে মনে করেন জেলার প্রধান এই কর্মকর্তা।