মাদারীপুরে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মাদারীপুর শহরের শকুনী লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে এই মেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তথ্যই শক্তি, তথ্যের অবাধ প্রবাহ ও স্বপ্রনোদিত তথ্য প্রকাশ দুর্নীতিমুক্ত মানুষ ও সমাজ গঠনের অন্যতম চাবিকাঠি। তথ্য অধিকার আইন-২০০৯ এর প্রচার, প্রসার ও যথাযথ বাস্তবায়ন এবং সহজে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘‘জানবো, জানাবো দুর্নীতি রুখবো’’ এই ¯েøাগানে মাদারীপুর জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর এর যৌথ উদ্যোগে এই তথ্য মেলা।
ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে তথ্য উদ্বোধন শেষে আলোচনা সভা ও গণশুনানির আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মার্জিয়া সুলতানার সভাপতিত্বে মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলাউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, সিভিল সার্জন ডা. মুনির আহমদ খান,
বক্তারা তথ্য জানার গুরুত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তথ্যের অবাদ প্রবাহ, গোপনীয়তার সংস্কৃতি পরিহার, নাগরিকের তথ্য অধিকার আইন সম্পর্কে জানার গুরুত্ব, সিটিজেন চার্টার ও ডিজিটাল মাধ্যমে স্বপ্রনোদিত তথ্য প্রকাশ এবং জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করার কথা বলেন।
অনুষ্ঠানে সনাক সদস্য শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য খান মো. শহীদ। এছাড়া তথ্য মেলার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর উত্তম চন্দ্র সাধু।
আলোচনা সভা শেষে গণশুনানি অংশ নেন স্বাস্থ্য বিভাগ, বিআরটিএ, পাসপোর্ট ও যুবউন্নয়ন। মেলা মঙ্গলবার কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
