বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদারীপুর শহরের শকুনি লেকের পাড় স্বাধীনতা অঙ্গন থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষে হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খানের সঞ্চালনায় আনন্দ শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, সহ সভাপতি আজাদুর রহমান মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ বিপুল সংখ্যক নেতাকর্মী।
র্যালি শেষে নেতাকর্মীরা বি
উল্লেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ই নভেম্বর এই দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যাত্রা শুরু হয়। পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।