বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

মুন্সিগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,নিহত ১ আহত ২০

Add Your Heading Text Here

 মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় একটি  যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। নিহত পথচারীর নাম আব্দুর রব বেপারী (৬৫)। নিহত ব্যক্তি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আলমাস বেপারীর ছেলে।  সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এইদূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পথচারী ছিলেন এবং বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে স্থানীয় হাইওয়ে পুলিশের সূত্র নিশ্চিত করেছে। নিহতের নাম আব্দুর রব (৬৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দূর্ঘটনা কবলিত বাসটি কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। সকাল সাড়ে ৮ টার দিকে বাসটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়। বাস খাদে পড়ে আহত হয় অন্তত ২০ জন। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন, ফারুক হাসান(৩০) হাজি শহিদুল  ইসলাম (৫০), আবুল হাসানত (৩০) মোরশেদ খান( ৪০)
সুবাশ দত্ত(৪০) বাবুল (৪৩)  আবজাল (৬০) স্বপন মিয়া(৩৩)  প্রমুখ। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ  মোঃ হুমায়ুন কবির জানান, ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। জানা যায়,  অতিরিক্ত গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুরি পরিবহন ঢাকা মেট্রো ব -১১-৪৭৮৮ কুমিল্লা থেকে ঢাকা মুখি যাত্রীবাহী বাসটি  রাস্তা থেকে ২৫ থেকে ৩০ ফুট নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়