মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লা জেলা পরিষদের মালিকাধীন মুরাদনগর উপজেলা সদরে আল্লাহ চত্বরের সামনে আজ শুক্রবার (১০ নভেম্বর) জেলা পরিষদ সুপার মার্কেট কাম বাণিজ্যিক ভবনের নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু’র সভাপতিত্বে মার্কেটের উদ্বোধন করেন কুমিল্লা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন।
মুরাদনগর নোমান আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ তকদির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা,মোঃ নাসিম ইউসুফ, মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনিও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোসা: মমতাজ বেগম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এস এম হেদায়েত, উপজেলা ভাইস চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ (তমাল),
মুরাদনগর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।