পাবনা প্রতিনিধি
বিএনপি-জামাতের অবরোধে ভারত-বাংলাদেশ মৈত্রী ট্রেনে হামলা ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে অবরোধের পক্ষে বিএনপি-জামায়াতের কোন মিছিল পিকেটিং দেখা যায়নি। জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গতকাল বৃহস্প্রতিবার দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যেদেন পাবনা পৌর মেয়র শরীফ উদ্দি প্রধান, সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু প্রমুখ।বক্তারা মৈত্রী ট্রেনে হামলা ও বিএনপি-জামাতের সহিংসতার প্রতিবাদ জানান। মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।