বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

রাঙ্গামাটিতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

Add Your Heading Text Here

জেলায় আজ ৩টি ব্রীজ, ৩১টি প্রাথমিক বিদ্যালয় ভবন, ৩টি উচ্চ বিদ্যালয় ভবন, ১টি কলেজ ভবন এবং আশ্রয়ন প্রকল্প ২ এর ১২৩টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সারাদেশের সাথে গনভবন রাঙ্গামাটিতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মো: মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসীনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর করা হয়।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়