বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

রাঙ্গামাটি সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হতদরিদ্রদের মাঝে অনুদান বিতরণ

Add Your Heading Text Here

পার্বত্য এলাকার মানুষরদের ভাগ্য পরিবর্তনে সকল ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃদীপংকর তালুকদার এমপি
পার্বত্য এলাকায় বসবাসরত মানুষদের ভাগ্য পরিবর্তনের এজন্য সকল ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশনায় সর্বোচ্চ সহযোগিতা মানুষকে প্রদান করা হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটির পর একটি উন্নয়নের মাইলফলক উম্মোচন করে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছেন জননেত্রী শেখ হাসিনা। অগ্রগতি উন্নয়ন সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িকতার প্রতীক জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনেও আবার জনগণ রাষ্ট্রপরিচালনার দায়িত্ব অর্পণ করবেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিনি কনফারেন্স হলরুমে রাঙ্গামাটি স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ব্যক্তি পর্যায়ে হতদরিদ্রদের মাঝে অনুদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দীপক চাকমা, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: শাহ ফারুক পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা প্রমুখ।
রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, কাউকে পেছনে ফেলে দেশের উন্নয়ন তরান্বিত হবে না। সকলের সমঅধিকার নিশ্চিত এবং সুজলা সুফলা একটি বাংলাদেশ তৈরি করতে সবাইকে যার যার অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সরকার গৃহহীনদের জায়গাসহ ঘর তৈরি করে দিচ্ছেন। নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ও স্বাবলম্বি করতে বিভিন্ন সরঞ্জাম উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে। যেসব দুর্গম জায়গায় বিদ্যুৎ নাই, সেসব জায়গায় বিদ্যুতের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে। পাহাড়ি মানুষের দুর্গম পথে চলাচলের পথ সহজ করতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটেছে পাহাড়ে। আর এসব কিছুর প্রেরণাদাতা হলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আলোচনা সভা শেষে রাঙ্গামাটির ১৮ জন হতদরিদ্র মানুষের মাঝে ১০ হাজার টাকা করে সর্বমোট ১লক্ষ ৮০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
#

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়