বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

রাজবাড়ীর পদ্মায় অভিযান চালিয়ে তের জেলেকে আটক, দুই লক্ষ মিটার জাল জব্দ

Add Your Heading Text Here

রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ  অভিযানে মোবাইল কোর্ট চালিয়ে ১৩ জন জেলেকে আটক করে কারাদণ্ডসহ দুই লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলেছে জেলা মৎস্য অধিদপ্তর।

শনিবার (২৮ অক্টোবর) বেলা বারোটার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী। এ অভিযানে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান ও রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব সহ রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল।

প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ রয়েছে । এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। অবৈধ ভাবে মাছ শিকার করার জন্য তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

অভিযানে জব্দকৃত ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয়।

এসময় রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন,  মা ইলিশ রক্ষায় তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়