ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ী-১ আসনে নৌকা পেতে আপন দুই ভাইয়ের লড়াই!

ফিরোজ আহম্মেদ, রাজবাড়ী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) সংসদীয় আসন-২০৯ থেকে আপন দুই ভাই মনোনয়ন পত্র জমা দিয়েছেন । দুই ভাইয়ের এমন লড়াইয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। তবে কে পাবেন নৌকা প্রতীক তা দেখার জন্য রাজবাড়ী-১ আসনের ভোটারদের অপেক্ষা করতে হবে সামান্য  কয়েক দিন।

নৌকা প্রতীক প্রত্যাশী দুই ভাই হলেন, বর্তমান সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী এবং তার আপন ছোট ভাই রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

রাজবাড়ী-১ আসনে মনোনয়নপ্রত্যাশীর মধ্যে বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী ১৯৯৩ সালে উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। পাঁচবারের এ সংসদ সদস্য ২০১৮ সালের শুরুতে শিক্ষা প্রতিমন্ত্রী (মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে এ আসন থেকে এবার দলীয় মনোনয়ন চাচ্ছেন তারই আপন ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছে কাজী ইরাদত আলীর অনেক জনপ্রিয় । তিনি দলের একজন পরীক্ষিত সৈনিক দাবি করেন দলীয় নেতাকর্মী । তার রয়েছে ব্যাপক জনসমর্থন। নৌকা প্রতীক পেলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে মন্তব্য করেছেন দলীয় নেতাকর্মীরা।

এছাড়াও এ আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে আরো ৪ জন কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। নৌকা প্রতীক প্রত্যাশীরা রাজধানী ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে থেকে মনোনয়ন সংগ্রহ করেন এবং সোমবার (২০ নভেম্বর) তা জমা দিয়েছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

এই আসনটিতে (রাজবাড়ী-১)  নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে দুই ভাই ছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী।

ট্যাগস :

রাজবাড়ী-১ আসনে নৌকা পেতে আপন দুই ভাইয়ের লড়াই!

আপডেট সময় : ০৬:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

ফিরোজ আহম্মেদ, রাজবাড়ী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) সংসদীয় আসন-২০৯ থেকে আপন দুই ভাই মনোনয়ন পত্র জমা দিয়েছেন । দুই ভাইয়ের এমন লড়াইয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। তবে কে পাবেন নৌকা প্রতীক তা দেখার জন্য রাজবাড়ী-১ আসনের ভোটারদের অপেক্ষা করতে হবে সামান্য  কয়েক দিন।

নৌকা প্রতীক প্রত্যাশী দুই ভাই হলেন, বর্তমান সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী এবং তার আপন ছোট ভাই রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

রাজবাড়ী-১ আসনে মনোনয়নপ্রত্যাশীর মধ্যে বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী ১৯৯৩ সালে উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। পাঁচবারের এ সংসদ সদস্য ২০১৮ সালের শুরুতে শিক্ষা প্রতিমন্ত্রী (মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে এ আসন থেকে এবার দলীয় মনোনয়ন চাচ্ছেন তারই আপন ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছে কাজী ইরাদত আলীর অনেক জনপ্রিয় । তিনি দলের একজন পরীক্ষিত সৈনিক দাবি করেন দলীয় নেতাকর্মী । তার রয়েছে ব্যাপক জনসমর্থন। নৌকা প্রতীক পেলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে মন্তব্য করেছেন দলীয় নেতাকর্মীরা।

এছাড়াও এ আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে আরো ৪ জন কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। নৌকা প্রতীক প্রত্যাশীরা রাজধানী ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে থেকে মনোনয়ন সংগ্রহ করেন এবং সোমবার (২০ নভেম্বর) তা জমা দিয়েছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

এই আসনটিতে (রাজবাড়ী-১)  নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে দুই ভাই ছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী।