রাজশাহীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাক। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত সোমবার নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভনের শোভন এন্টার প্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নং দোকানের সামনে পার্কিং করা ছিলে। মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়ারা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পোছে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ট্রাকটির অনেককাংশ পুড়ে গেছে।
ওসি বলেন, তবে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
রাজশাহী নগরীতে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- ০ Time View
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ