লালমনিরহাটের এক ইউনিয়নের মানুষকে দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য সেবা দিচ্ছেন উপ-স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক (পিয়ন)। স্বাস্থ্য খাতে সরকারের ব্যাপক উন্নয়ন হওয়ার পরেও গ্রামীন জনপদের মানুষগুলোর স্বাস্থ্য সেবায় এমন অবহেলা মেনে নিতে পারছেনা অনেকেই।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর পরিবার পরিকল্পনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক মোজাহার হোসেন দীর্ঘদিন ধরে সেবা নিতে আসা রোগীদের শুধু মাত্র উপসর্গের বিষয়ে শুনেই ঔষধ বিতরণ করছেন। অথচ তিনি যে ওই অফিসের একজন অফিস সহায়ক অনেকেই তা জানেনই না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, তারা অনেক আগে থেকে এই উপ- স্বাস্থ্য কেন্দ্রের সেবা নিয়ে আসছেন। তারা জানতেন না সেখানকার সেবা দানকারী ডাক্তার ওই অফিসের একজন অফিস সহায়ক।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গ্রামের লোকেদের সেবা দানে দীর্ঘদিন আগে উপজেলার দুর্গাপুর বাজারের পাশেই মান্নানের চৌপতি এলাকায় উপ-স্বাস্থ কেন্দ্রটি নির্মাণ করে সরকার।
নতুন অবস্থায় ভালো মানের সেবা দেওয়া হলেও দীর্ঘদিন অফিস সহায়ক দিয়েই চলছে ফার্মাসিস্টের কাজ।
খোঁজ নিয়ে জানা যায়, উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর জন্য মাস তিনেক আগে ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হলেও নীয়োগ প্রাপ্ত সেই ফার্মাসিস্ট দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার কাজ চালানো হচ্ছে।
সরেজমিন গিয়ে উপ স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক মোজাহার হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, দীর্ঘদিন ফার্মাসিস্ট না থাকায় কর্ম কর্মকর্তাদের নির্দেশেই তিনি সেখানে ঔষধ বিতরণ করে করছেন।
এবিষয়ে আদিতমারী উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার, ডাঃ খালেদ হোসেন বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রটির জন্য একজন ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হয়েছে।জনবল সংকটের কারনে তিনি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।অল্প সময়ের তাকে ওই উপ- স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হবে।