দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির উদ্যোগ নেওয়ার পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদদানী শুরু হয়েছে।
পরীক্ষামুলক ভাবে ১৫ নভেম্বর বুধবার প্রথম একটি ট্রাক ও বৃহস্পতিবার ১৬ নভেম্বর আরও তিন ট্রাক আলু ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর নিয়ে আসে আমদানীকারকরা।কতৃপক্ষ এ তথ্যটি নিশ্চিত করেছে।
আমদানিকারকরা জানায়, ‘দেশের বাজারে আলুর দাম উর্ধ্বগতি তাই সরকার আলু আমদানির অনুমতি দেওয়ায় আমরা ভারত থেকে আলু আমদানি শুরু করেছি। ভারতের চ্যাংরাবান্ধায় থেকে এগুলো আমদানি করা হচ্ছে। আমদানি করা অব্যাহত থাকলে বাজারে পণ্যটির দাম কমবে বলে জানান তারা।
আলু আমদানি নিয়ে বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুল ইসলাম বলেন, ‘বুড়িমারী সীমান্ত দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। এতে বৈদেশিক বাণিজ্যের উন্নতি হবে বলেই আমরা মনে করি।
বাাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগ বুড়িমারী ইউনিয়ান শাখার সভাপতি, সাজ্জাদ হোসেন বলেন, আলুর আমদানির বিষয়টি আমি জেনেছি। হরতাল অবরোধের কারনে ব্যবসা মন্দা হওয়ায় পাথর নামানো-ওঠানো সহ বিভিন্ন কাজ বন্ধ থাকায় শ্রমিকরা কাজ হারিয়েছেন।বিকল্প ব্যবসা চালু হলে তাঁরা কাজ পাবেন। আলু আমদানি চালু হাওয়ায় আমারদের শ্রমিদের কর্মসংস্থান বৃদ্দি পাবে বলে আমরা আসাবাদী।
বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, সায়েদুজ্জামান সায়েদ বলেন, ‘বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। স্থানীয় বাজারে আমদানি করা আলু উঠলে দাম কিছুটা কমবে।’
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতবুধবার প্রথম একটি ট্রাক এবং গতকাল বৃহস্পতিবার আরও তিনটি আলুর ট্রাক বাংলাদেশে আসে।