বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

লালমনিরহাটে সীমান্তে কাটাতার বেয়ে  গরু পার করতে গিয়ে রাখাল নিহত

Add Your Heading Text Here

লালমনিরহাট সীমান্ত এলাকায় কাটাতার বেয়ে  গরু পার করতে গিয়ে আবুল হোসেন(৪০) নামের এক রাখাল নিহত খবর পাওয়া গেছে। নিহত আবুল হোসেল জেলার কালীগন্জ  চন্দ্রপুর ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার নেহেরগান শেখের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ নভেম্বর)  বুধবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকা দিয়ে কিছু ডাঙ্গোয়া(গরুর রাখাল) সীমান্তের কোটা(গুরু পারাপারের বাঁশ) দিয়ে ভারতীয় গরু পার  করছিলেন।এক পর্যায়ে কোটা থেকে নিচে পড়ে আবুল হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বৃহস্পতিবার ১৬ নভেম্বর সকাল ১০ টার দিকে আবুল হোসেন মারা যায়।
চন্দ্রপুর ইউনিয়ন বিট পুলিশিং এর অফিসার এসআই মাহফুজ জানান, নিহত আবুল হোসেন গত ১০ নভেম্বর মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুরে কমিউনিটি ক্লিনিকে ভর্তি করা হলে আজ সকালে তিনি মারা যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির জানান আবুল হোসেন মারা গেছেন তার লাশ বর্তমান থানায় । এ সংক্রান্ত বিষয়ে একটি  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।লাশের ময়নাতদন্তের পর নেয়া পরবর্তী আইনী পদক্ষেপ।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়