আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমানকে প্রার্থী হিসেবে দেখতে চায় এই আসনের নেতা কর্মি ও সমর্থকরা।
২০ নভেম্বর সোমবার বিকেলে এই দাবীতে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিশাল গনমিছিল বের হয়।মিছিলে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তৃন মুলের নেতা কর্মীরা অংশ নেয়।
দাবী সম্বলিত বিভিন্ন শ্লোগান সহ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় মিশন মোড় গোল চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এতে বক্তৃতা করেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাদল আশরাফ,পৌর আওয়ামীলীগের সভাপতি প্রভাষক মোফাজ্জল হোসেন।এসময় তাদের সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন সহ জেলা ও উপজেলা নেতৃত্ব।
উল্লেখ্য এই আসনের প্রার্থী হিসেবে এরই মধ্যে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এ্যাডভোকেট মতিয়ার রহমান।