শেরপুরে বাংলাদেশ যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে শহীদ বুলবুল সড়কের সামনে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।
জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সম্রাটের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
এসময় শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সহ মো. মোসাদ্দেক ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দে ভানুসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সানোয়ার হোসেন সানু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন। এই উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকায় ভোট চান। তিনি শেরপুর (সদর)-১ আসনে নৌকার মাঝি হতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
এসময়, শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।