বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

সফলদের বক্তৃতায় অনুষ্ঠিত হলো টেড-এক্স গুলশান

Add Your Heading Text Here

আয়োজিত হলো, টেডএক্স গুলশান-এর দ্বিতীয় আসর। এতে বক্তৃতা রাখেন দেশি-বিদেশি ১৬ জন বক্তা। যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ। ড. শিরীন শারমিন, তার বক্তব্যে দেশের প্রথম নারী স্পিকার হওয়ার গল্প তুলে ধরেন। তার বক্তব্যে কিভাবে উদ্ভাবন ও
সমতা পাবলিক সেক্টরে অন্তর্ভুক্ত করা যায় তা উঠে আসে। তিনি বলেন, উদ্ভাবন শুধুমাত্র প্রাইভেট সেক্টরেই সীমাবন্ধ নয় বরং এটি পাবলিক সেক্টরের পরিবর্তনের চালিকা শক্তি এবং নারীদের নেতৃত্বকে ক্ষমতায়িত করে। সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ বলেন, সমতার অর্জনের জন্য উদ্ভাবনই আমাদের চালিকাশক্তি হওয়া উচিত এবং টেড এক্স গুলশান এ বার্তাটি ছড়াতে আবারও তাদের সক্ষমতার প্রমান দিয়েছে।
প্রাভিনা ইয়াগনামভাত (বোয়িং ইন্ডিয়ার চিফ অফ স্টাফ) বলেন, উদ্ভাবনই সমতার চাবি, আমার জার্নিই প্রমান করে যে, একজনই পরিবর্তন আনতে পারে।
বিবিসি স্টোরি ওয়ার্কসের কন্টেন্ট স্ট্রাটেজিস্ট অঙ্কিতা বকশী তার বক্তব্যে স্টোরিটেলিংয়ের ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের গল্পের মাধ্যমে আমরা বাধা অতিক্রম করতে পারি এবং সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে একত্রিত করতে পারি।
ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেসন মো. আবুল কাইয়ুম তার বক্তব্যে সমতা রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা এবং তার ব্যক্তিগত জার্নির কথা তুলে ধরেন। এ ছাড়া বক্তা হিসেবে ছিলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক; গায়ক ও গীতিকার শায়ান চৌধুরী অর্ণব, কোকা-কোলা কোম্পানি বাংলাদেশের হেড অফ মার্কেটিং আবীর রাজবীন, এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য, রেডিও জকি এবং টেলিভিশন উপস্থাপক কিবরিয়া সরকার, বিবিসি স্টোরি-ওয়ার্কসের কন্টেন্ট স্ট্রাটেজিস্ট অঙ্কিতা বকশী, ইউটিউবার ও কন্টেন্ট
ক্রিয়েটর ইফতেখার রাফসান, প্রাক্তন সেনা কমান্ডো ও ট্রায়াথলিট ইমতিয়াজ ইলাহী, ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনস সিনিয়র ডিরেক্ট মৌটুসী কবির প্রমুখ। আয়োজনে বক্তব্যের পাশাপাশি ছিল গান ও বিনোদনের ব্যবস্থা।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়