ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সাতক্ষীরায় কলা চাষে সফল মাদ্রাসা শিক্ষক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ০ Time View
মীর খায়রুল আলম, সাতক্ষীরা
আশাশুনির খাজরা ইউনিয়নের পল্লীতে এক মাদ্রাসা শিক্ষক তাঁর নিজস্ব জমিতে কলা গাছের চাষ করেছেন। দুই বছরের কলা গাছে ইতিমধ্যে কলার ভাল ফলন পেতে শুরু করেছেন। ফলশ্রুতিতে তিনি আরও নতুন নতুন জায়গায় কলা বাগান গড়ে তুলেছেন। ভবিষতে কলার ভাল ফলন আশা করছেন তিনি। খাজরায় প্রায়ই বাড়িতে দুএকটা কলার গাছ থাকলেও বাণিজ্যিক ভাবে কলা বাগান খুব একটা দেখা যায় না।
সরেজমিনে দেখা যায়, খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মাওলানার বড় পুত্র মনিপুর ভোলানাথপুর বাগালী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ সানার প্রায় ৬০শতাংশ জমিতে সারি সারি কলা গাছ। গাছে গাছে ঝুলছে বিভিন্ন জাতের কলার কাধি। ঝুলছে কলার মোচা। মাদ্রাসা সুপার আব্দুল হামিদ সানা নিড়ানী নিয়ে কলা গাছের পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন। শ্রমিক দিয়ে কলা গাছের তেড় কেটে নতুন বাগানের প্রস্তুতি চলছে।
আরও জানা যায়,মাদ্রাসা সুপার আব্দুল হামিদ সানার পৈত্রিক প্রায় ৫বিঘা জমিতে আগে এক ফসলী জমিতে ধানের চাষ হত। ধানের ফলন ভাল না হওয়ায় তিনি দুবছর ধরে ধানের জমিতে মাটি ভরাট করে একপাশে মাছ চাষ,এক পাশে কলাবাগান সহ বিভিন্ন সবজির চাষ করছেন। তিনি প্রথমত ৬০শতাংশ জমিতে কুলবাত,দেশী ডয়া কলা,বর্ধমান ডয়াকলাসহ কয়েক প্রকার কলার চাষ শুরু করেছেন। কলা বিক্রি করে তিনি শিক্ষকতার পাশাপাশি বছরে লক্ষাধিক টাকা অতিরিক্ত আয় করছেন। পাশাপাশি তার কলা বাগান পরিচর্চায় শ্রমিক দিয়ে কাজ করানোর ফলে গ্রামের শ্রমিকদের আয়ের উৎস্য সৃষ্টি হয়েছে। কলা চাষে খরচ কম হওয়ায় আরও অনেক কৃষক ছোট ছোট কলা বাগান তৈরীতে আগ্রহ দেখাচ্ছে।
এবিষয়ে মাদ্রাসা সুপার আব্দুল হামিদ জানান, আমি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি বর্তমান সরকারের কৃষি বিপ্লবের সম্ভাবনার অংশ হিসেবে বাণিজ্যিক ভাবে কলার চাষ শুরু করেছি। আমি এখান অতিরিক্ত আয় করার পাশাপাশি কিছু মানুষের আয় করার সুযোগ তৈরী করেছি। কলা চাষকে আমি লাভবান মনে করায় আমার পতিত আরও ৫শতাংশ জায়গায় নতুন কলার তেড় রোপন করেছি। পাশাপাশি বিভিন্ন সবজির চাষ ও মাছ চাষ করছি। কোন ধরনের সার ব্যবহার করেন এমন প্রশ্নে তিনি জানান,আমি বেশির ভাগ আমার গরুর গোবর দিয়ে জৈব সার ও রাসায়নিক সার ব্যবহার করি। তিনিও আরও বলেন,আমাদের এলাকায় শুকনো মৌসুমে পানির খরা চলে। দূরে পুকুর থেকে পানি আনতে হয়। যার ফলে আমাদের কলা চাষে খরচও বেড়ে যায়। সরকারিভাবে কৃষি অফিসের মাধ্যমে আমরা যদি সেচ পাম্প পাই তাহলে আমাদের সুবিধা হয়। তিনি আরও দাবি করেন সংশ্লিষ্ট কৃষি অফিসাররা যদি নিয়মিত ভাবে আমাদের খোজখবর নিত বা আমাদের বিভিন্ন পরামর্শ দিত তাহলে আমরা আরও আগ্রহী হতাম।
এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের দাবি সরকারি কৃষি প্রনোদনা প্রাপ্তি,কৃষি অফিসারদের নিয়মিত বাগান পরিদর্শন,পরামর্শ প্রদান অব্যহত থাকুক। সেজন্য কৃষকরা সংশ্লিষ্টদের আশু দৃষ্টি আকর্ষন করেছেন।
ট্যাগস :

সাতক্ষীরায় কলা চাষে সফল মাদ্রাসা শিক্ষক

আপডেট সময় : ১১:৫২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
মীর খায়রুল আলম, সাতক্ষীরা
আশাশুনির খাজরা ইউনিয়নের পল্লীতে এক মাদ্রাসা শিক্ষক তাঁর নিজস্ব জমিতে কলা গাছের চাষ করেছেন। দুই বছরের কলা গাছে ইতিমধ্যে কলার ভাল ফলন পেতে শুরু করেছেন। ফলশ্রুতিতে তিনি আরও নতুন নতুন জায়গায় কলা বাগান গড়ে তুলেছেন। ভবিষতে কলার ভাল ফলন আশা করছেন তিনি। খাজরায় প্রায়ই বাড়িতে দুএকটা কলার গাছ থাকলেও বাণিজ্যিক ভাবে কলা বাগান খুব একটা দেখা যায় না।
সরেজমিনে দেখা যায়, খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মাওলানার বড় পুত্র মনিপুর ভোলানাথপুর বাগালী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ সানার প্রায় ৬০শতাংশ জমিতে সারি সারি কলা গাছ। গাছে গাছে ঝুলছে বিভিন্ন জাতের কলার কাধি। ঝুলছে কলার মোচা। মাদ্রাসা সুপার আব্দুল হামিদ সানা নিড়ানী নিয়ে কলা গাছের পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন। শ্রমিক দিয়ে কলা গাছের তেড় কেটে নতুন বাগানের প্রস্তুতি চলছে।
আরও জানা যায়,মাদ্রাসা সুপার আব্দুল হামিদ সানার পৈত্রিক প্রায় ৫বিঘা জমিতে আগে এক ফসলী জমিতে ধানের চাষ হত। ধানের ফলন ভাল না হওয়ায় তিনি দুবছর ধরে ধানের জমিতে মাটি ভরাট করে একপাশে মাছ চাষ,এক পাশে কলাবাগান সহ বিভিন্ন সবজির চাষ করছেন। তিনি প্রথমত ৬০শতাংশ জমিতে কুলবাত,দেশী ডয়া কলা,বর্ধমান ডয়াকলাসহ কয়েক প্রকার কলার চাষ শুরু করেছেন। কলা বিক্রি করে তিনি শিক্ষকতার পাশাপাশি বছরে লক্ষাধিক টাকা অতিরিক্ত আয় করছেন। পাশাপাশি তার কলা বাগান পরিচর্চায় শ্রমিক দিয়ে কাজ করানোর ফলে গ্রামের শ্রমিকদের আয়ের উৎস্য সৃষ্টি হয়েছে। কলা চাষে খরচ কম হওয়ায় আরও অনেক কৃষক ছোট ছোট কলা বাগান তৈরীতে আগ্রহ দেখাচ্ছে।
এবিষয়ে মাদ্রাসা সুপার আব্দুল হামিদ জানান, আমি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি বর্তমান সরকারের কৃষি বিপ্লবের সম্ভাবনার অংশ হিসেবে বাণিজ্যিক ভাবে কলার চাষ শুরু করেছি। আমি এখান অতিরিক্ত আয় করার পাশাপাশি কিছু মানুষের আয় করার সুযোগ তৈরী করেছি। কলা চাষকে আমি লাভবান মনে করায় আমার পতিত আরও ৫শতাংশ জায়গায় নতুন কলার তেড় রোপন করেছি। পাশাপাশি বিভিন্ন সবজির চাষ ও মাছ চাষ করছি। কোন ধরনের সার ব্যবহার করেন এমন প্রশ্নে তিনি জানান,আমি বেশির ভাগ আমার গরুর গোবর দিয়ে জৈব সার ও রাসায়নিক সার ব্যবহার করি। তিনিও আরও বলেন,আমাদের এলাকায় শুকনো মৌসুমে পানির খরা চলে। দূরে পুকুর থেকে পানি আনতে হয়। যার ফলে আমাদের কলা চাষে খরচও বেড়ে যায়। সরকারিভাবে কৃষি অফিসের মাধ্যমে আমরা যদি সেচ পাম্প পাই তাহলে আমাদের সুবিধা হয়। তিনি আরও দাবি করেন সংশ্লিষ্ট কৃষি অফিসাররা যদি নিয়মিত ভাবে আমাদের খোজখবর নিত বা আমাদের বিভিন্ন পরামর্শ দিত তাহলে আমরা আরও আগ্রহী হতাম।
এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের দাবি সরকারি কৃষি প্রনোদনা প্রাপ্তি,কৃষি অফিসারদের নিয়মিত বাগান পরিদর্শন,পরামর্শ প্রদান অব্যহত থাকুক। সেজন্য কৃষকরা সংশ্লিষ্টদের আশু দৃষ্টি আকর্ষন করেছেন।