সাতক্ষীরায় ৯টি প্রকল্পের অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেন তিনি।
এসময় সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী
লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানসহ অন্যরা।
উল্লেখ্য: মঙ্গলবার দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয় বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩লক্ষ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টিঅবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সাতক্ষীরায় ৯টি প্রকল্পের উদ্বোধন করেন।