বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

সিরাজগঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Add Your Heading Text Here

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে একটি গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল রবিবার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মফিজ মোড়ে এই ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়ার যায়নি।

আজ সোমবার (২০ নভেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

কামারখন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আব্দুর রহমান বলেন, মাঝ রাতে খবর আসে মফিজ মোড়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী একটি গমবাহী ট্রাক মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একটু দূরেই আমাদের একটি টিম থাকায় তারা গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে পুলিশের সঙ্গে যোগ দিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে কারা এই আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়