সীমান্ত সংক্রান্ত সার্বিক ব্যাবস্থপনা সমুন্নত রাখতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নে অবস্থিত কুচলিবাড়ী বিজিবি ক্যাম্প চত্ত্বরে ৯ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিবির অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে রংপুর সেক্টর কমান্ডার ও ভারতের জলপাইগুড়ি বিএসএফ এর সেক্টর বেশ কয়েকজন কর্মকর্তাকে সাথে নিয়ে সমন্বয় সভায় মিলিত হয়ে মতবিনিময় করেন।
সভায় বাংলাদেশের পক্ষে নেতৃব দেন বিজির রংপুর সেক্টর কমান্ডার লেফট্যানান্ট কর্নেল ইয়াছির জাহান হোসেন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন জলপাইগুড়ি বিএসএফ এর সেক্টর কমান্ডার ও ডিআইজি শ্রী বিজয় মেহতার।
সভায় বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত চুক্তি -১৯৭৫ ও সমন্বিত সীমান্ত ব্যাবস্থাপনা পরিকল্পনা(সিবিএমপি) নিয়ে বিষদ আলোচনা হয়।বিশেষ করে বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি কেউ যাতে ঘটানে না পারে সীমান্ত দিয়ে কোন ধরনের বিস্ফোরক পরিবহন কিংবা ব্যাবহার করতে না পারে সে ব্যাপারে উভয় দেশের বিজিবি ও বিএসএফ সদস্যরা ঐক্যমতে পৌঁছায়।বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির নির্ভরযোগ্য সুত্র।