সোনারগাঁ প্রতিনিধি
বিএনপি’র হরতাল ও জালাও পোড়াও, ভাংচুর, অগ্নিসংযোগ নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের শান্তি, উন্নয়ন সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
শনিবর দুপুরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আওয়ামীলীগের কার্যালয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ্ আল কায়সার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে সময় দেশ এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়ই বিএনপি জামাত তার পূর্বের চেহারায় ফিরে যাচ্ছে। তারা আবারও জালাও পোড়াও ও অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তবে এখন এগুলো করে লাভ হবে না, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে এর জবাব দেবে। একচুলও ছার দেয়া হবে না। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন রাজ পথে আছে এবং শেষ পর্যন্ত থাকবে। তিনি আরও বলেন, জনগন এখন আর হরতাল চায় না। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। তাই আওয়ামী লীগ সরকার কে আবারও ক্ষমতায় আনতে নেতা কর্মিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং শেখ হাসিনার উন্নয়নের কথা জনগনের মাঝে তুলে ধরতে হবে।
এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।