ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে বাবা মা হারা কলেজ ছাত্র শাওনকে বাঁচাতে 

সোনারগাঁ প্রতিনিধি 
শিশুকালে বাবা মায়ের আদর ভালবাসা তার ভাগ্যে জুটেনি। ছোট থাকতেই সে মা বাবাকে হারিয়ে এতিম হয়ে যায় মো: সোহানুর রহমান শাওন (২৫)। পিতা মাতা সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে খুব ছোট থাকতেই তাকে চিরএতিম করে পৃথিবী ছেড়ে চলে যান আপন ঠিকানায়। সেই থেকে বড় দুই বোনের ছায়ায় বড় হয়েছেন তিনি। কোন রকম নিজের খরচ মেটাতে পড়াশোনা পাশাপাশি একটি ফার্মিসিতে চাকরি করতেন শাওন।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের এই শিক্ষার্থীর বাসা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামে তার জন্ম। গত জুন মাসে তার ঘাড়ের পিছনে একটা বড় অপারেশন হয়।
পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তার হসকিন্স লিম্ফোমা নামে ক্যান্সার হয়েছে। এ রোগের চিকিৎসার জন্য তার প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা, যা জোগাড় করা তার পক্ষে কখনোই সম্ভব না। বাঁচার তাগিদে বাধ্য হয়ে তিনি তার বাবার শেষ সম্বল সামান্য ভিটেমাটি বিক্রি করার পরিকল্পনা করেন। এই জমি বিক্রি করলে যে টাকা আসবে, তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।
এই অবস্থায় তিনি দেশের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সামর্থবানদের কেউ এগিয়ে এলে হয়তো বেঁচে যেতে পারে তার জীবন।
তার সঙ্গে যোগাযোগ ও অর্থিক সাহায্য পাঠাতে বিকাশ, নগদ এবং ডাচ্-বাংলা ব্যাংক একাউন্ট নম্বর দেওয়া হলো। ডাচ্-বাংলা ব্যাংক: Ac-225-151-118628, বিকাশ: 01627393224 (পার্সোনাল), নগদ: 01789751598 (পার্সোনাল)।
ট্যাগস :

সোনারগাঁয়ে বাবা মা হারা কলেজ ছাত্র শাওনকে বাঁচাতে 

আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
সোনারগাঁ প্রতিনিধি 
শিশুকালে বাবা মায়ের আদর ভালবাসা তার ভাগ্যে জুটেনি। ছোট থাকতেই সে মা বাবাকে হারিয়ে এতিম হয়ে যায় মো: সোহানুর রহমান শাওন (২৫)। পিতা মাতা সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে খুব ছোট থাকতেই তাকে চিরএতিম করে পৃথিবী ছেড়ে চলে যান আপন ঠিকানায়। সেই থেকে বড় দুই বোনের ছায়ায় বড় হয়েছেন তিনি। কোন রকম নিজের খরচ মেটাতে পড়াশোনা পাশাপাশি একটি ফার্মিসিতে চাকরি করতেন শাওন।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের এই শিক্ষার্থীর বাসা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামে তার জন্ম। গত জুন মাসে তার ঘাড়ের পিছনে একটা বড় অপারেশন হয়।
পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তার হসকিন্স লিম্ফোমা নামে ক্যান্সার হয়েছে। এ রোগের চিকিৎসার জন্য তার প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা, যা জোগাড় করা তার পক্ষে কখনোই সম্ভব না। বাঁচার তাগিদে বাধ্য হয়ে তিনি তার বাবার শেষ সম্বল সামান্য ভিটেমাটি বিক্রি করার পরিকল্পনা করেন। এই জমি বিক্রি করলে যে টাকা আসবে, তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।
এই অবস্থায় তিনি দেশের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সামর্থবানদের কেউ এগিয়ে এলে হয়তো বেঁচে যেতে পারে তার জীবন।
তার সঙ্গে যোগাযোগ ও অর্থিক সাহায্য পাঠাতে বিকাশ, নগদ এবং ডাচ্-বাংলা ব্যাংক একাউন্ট নম্বর দেওয়া হলো। ডাচ্-বাংলা ব্যাংক: Ac-225-151-118628, বিকাশ: 01627393224 (পার্সোনাল), নগদ: 01789751598 (পার্সোনাল)।