বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বুধবার- ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রচ্ছদ /

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সিইসি

হরতালে রাবিতে  ক্লাস-পরীক্ষা স্থগিত, সমর্থনে ছাত্রদল ও প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Add Your Heading Text Here

বিএনপি ও জামায়াতের ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে হরতালের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে হরতালের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ। তবে হরতালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত বাস একটি গন্তব্য ছাড়া বাকি সব জায়গায় ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘হরতালের কোনো প্রভাব প্রশাসনিক কার্যক্রমে পড়েনি। যদি কিছু বিভাগ ক্লাস-পরীক্ষা স্থগিত করে থাকে সেটি তাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী ক্ষমতাবলে করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এমন কোনো আদেশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।’

বিশ্ববিদ্যালয়ে সূত্রে আজ দুপুর ২টা পর্যন্ত একটি করে বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের ক্লাস-পরীক্ষা স্থগিতের খবর পাওয়া গেছে। সেগুলো হলো ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ফিশারিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজন্যাস এডমিনিস্ট্রেশন (আইবিএ)।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত বাস নগরের বানেশ্বর এলাকা ছাড়া বাকি সব জায়গায় সকাল ও দুপুরে ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে বলে পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আলমগীর হোসেন সরকার বলেন, পরীক্ষা স্থগিতের জন্য কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে কোনো বিভাগ চাইলে পরীক্ষা স্থগিত করতে পারে। তবে কোন কোন বিভাগ পরীক্ষা স্থগিত করেছে সে তথ্য আমাদের কাছে এখনো আসেনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক্টি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি প্রধান ফটক হয়ে নগরের বিনোদপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে এসে শেষ হয়৷ মিছিলে তারা বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন৷ এসময় তাদের সঙ্গে নগরের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরাও যোগ দেন৷

এদিকে হরতালের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে মিছিল করেছে শাখা ছাত্রদলের একাংশ। তাদের মিছিলে ছাত্রদলের কোনো সিনিয়র নেতাকর্মীকে দেখা যায়নি।

ট্যাগঃ

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়