সারাদেশে জামাত বিএনপির হরতাল অবরোধ থাকা সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলছে নিয়মিত ক্লাস, নেওয়া হচ্ছে চলমান প্রত্যেকটি ডিপার্টমেন্টের পরীক্ষা।
পরীক্ষা চলাকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তারা এই হরতাল অবরোধের মধ্যেও নিজদের নিয়মিত পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে পেরে খুবই আনন্দিত। কারণ তারা পরীক্ষা দিয়ে সেশনজটের মত পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হরতাল অবরোধের শুরুতে যে ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো স্থগিত করেছে সেগুলো এখন শুক্র ও শনিবার ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও তারা নিয়ে নিচ্ছে যেন শিক্ষার্থীদের কোনভাবে সেশনজটের আওতায় আসতে না হয়।
এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্দিষ্ট শিডিউলেই চলছে শাটল ট্রেন এবং শিক্ষকদের যাতায়াতের জন্য রয়েছে বিশেষ শিডিউলে বাস সার্ভিস।
এই বিষয়ে ২০১৮-২০১৯ সেশন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ তামিম আহমেদ বলেন,চলমান হরতাল অবরোধে নিয়মিত ক্লাস পরীক্ষা হওয়ায় আমরা অনেক উপকৃত হচ্ছি। যেহেতু নিয়মিত ক্লাস পরীক্ষা না হলে আমরা সেশনজটে পড়ে যাব এবং শিক্ষা জীবন শেষে চাকুরীর পরীক্ষায় কম সময় পাব তাই আমরা মনে করি ক্লাস পরীক্ষা চলমান থাকায় এ শঙ্কা থেকে আমরা মুক্ত থাকতে পারবো।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদারের সাথে মুঠোফোনে কথা বললে উনি দৈনিক সবুজ বাংলাকে বলেন, আমরা চলমান হরতাল অবরোধে মধ্যেও আমাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় রেখেছি। যেহেতু করোনায় শিক্ষার্থীদের ২ বছর শিক্ষা জীবন থেকে নষ্ট হয়ে গিয়েছে সেই দিকটি বিবেচনা করে আমরা আমাদের কার্যক্রম সচল রেখেছি। আমরা চাচ্ছি যেন তাদের সময় আর নষ্ট না হয়।
আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিডিউল অনুযায়ী শাটল ট্রেনের চলাচল স্বাভাবিক রেখেছি এবং শিক্ষকদের যাতায়াতের জন্য বাস চলাচল স্বাভাবিক রেখেছি। ইনশাআল্লাহ সামনে যদি হরতাল অবরোধ আরও কঠিন পরিস্থিতিতে রূপ নেয় তবুও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু রাখবো।