হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি
অবসর গ্রহণের দিনে বিশাল গণসংবর্ধনা, তার পরে ক্ষুদে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য কেউ একক কেউবা দলবদ্ধ ভাবে প্রিয় শিক্ষকের দিলেন উপহার। সেই উপহার স্কুল ম্যানিজিং কমিটি সভাপতি মটর সাইেকেলের একটি বহরসহ একটি প্রাইভেট গাড়ীতে করে নিজ বাড়ীতে পৌঁছে দিয়ে এসেছেন। ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীদের কান্না, বিদায়ী শিক্ষকের হাসিমুখ, আমন্ত্রিত অতিথিদের উচ্ছাস, হাসি ও আনন্দের কান্না ও বিদায়ের বেদনার মধ্যদিয়ে অবসরে গেলেন ওহিদুল ইসলাম। মুকসুদপুর উপজেলা সদরের টেংরাখোলা মডেল সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ওহিদুল ইসলামের কর্মজীবনের শেষ দিনে বিদায়ী সংবর্ধনা আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ। জমকালো এই অনুষ্ঠান দেখতে উপজেলা র্শীষ জনপ্রতিনিধি, উপজেলার শীর্ষ কর্মকর্তাসহ বেশ কয়েকজন শ’ শ শিক্ষার্থী, প্রায় অর্ধশতাধিক শিক্ষক, অভিভাবকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
২ নভেম্বর বৃহস্পতিবার বিকালের আয়োজন শেষ হতে হতে রাত হয়ে যায়। টেংরাখোলা স্কুল মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাবির মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুলু, মুকসুদপুর পৌরমেয়র আশ্রাফুল আলম শিমুল, সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মুকসুদপুর আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সম্পাদক হায়দার হোসেন।
এসময়ে আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোঃ জিল্লুর রহমান, শেখ হারুন আর রশিদ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাদিউর রহমান দিপু মিয়ার সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কামরুন নাহারের পরিচালনায় ওই সভায় আরও বক্তব্য রাখেন স্কুলের প্রাক প্রাথমিক শেণীর শিক্ষার্থী তাজ পোদ্দার, ৪র্থ শ্রেণীর অভি, ৫ম শ্রেণীর মেধা, ২য় শ্রেণীর রাবিহা খান, সাবেক শিক্ষার্থী ফারহানা, পূর্ণতা ও আরিশা, অভিভাবক হানি হাওলাদার,
শাহিদুৃজ্জামান ঝিলু,সাবেক শিক্ষক রেদোয়ানা এবং সুরাইয়া প্রমুখ।
হাসি কান্না, আবেগ, শিক্ষা মিলিয়ে এই অনুষ্ঠানে শেষে স্কুলের কমলমতি শিক্ষার্থী, সহকারী শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীরা তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে ও একটি প্রাইভেট কার ফুল দিয়ে সাজিয়ে কয়েকটি মোটরসাইকেল যোগে তাকে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অশ্রুসজল চোখে তার নিজ বাড়ি পৌরসভার কমলাপুর গ্রামে পৌঁছে দেন।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাদিউর রহমান দিপু জানান একজন সফল ও কৃত্তিমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে সম্মানের সাথে কিভাবে বিদায় জানানো যায় যা পরিকল্পনা করেছিলাম, অনুষ্ঠান শেষে প্রত্যাশার চাইতে বেশী সাড়া পেয়েছি।