ঢাকায় ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টেড-এক্স গুলশান ২০২৩। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ দেশে-বিদেশের ১৬ জন বক্তা বক্তব্য রাখবেন। রাজধানীর তেজগাঁওস্থ্ আলোকি কনভেনশন হলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে এ আয়োজন। বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টেড-এর স্বাধীনভাবে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানকে বলা হয় টেড-এক্স। বিশ্ববিখ্যাতসব টেড-এক্স বক্তাদের মধ্যে রয়েছেন বিল গেটস, ইলোন মাস্ক, গ্রাহামস, স্যার কেন রবিনসনসহ অনেকে। বর্তমানে বাংলাদেশে স্ট্যান্ডার্ড টেড-এক্স লাইসেন্সধারী একমাত্র প্ল্যাটফর্ম হলো টেড-এক্স গুলশান, যারা ২০২০ সালের প্রবল জনপ্রিয়তার পর আবারও ফিরে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় টেড-এক্স অনুষ্ঠানের আয়োজন নিয়ে।
টেড প্লাটফর্মের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সমাজে ছড়িয়ে দেয়ার মতো চিন্তা এবং ধারণাগুলোকে প্রচার করা। সেটি মাথায় রেখেই এবারের টেড-এক্স গুলশানের প্রতিপাদ্য হলো ‘সমতার জন্য উদ্ভাবন’- যা দর্শকদের মনে উদ্ভাবনী চিন্তার খোরাক যোগাবে বলে মনে করছেন আয়োজকরা। ১৬টি উদ্দীপনাময় বক্তব্য ছাড়াও অনুষ্ঠানের শেষে উপস্থিত দর্শক উপভোগ করবেন সঙ্গীত পরিবেশনা।
১০০০ জনেরও বেশি অংশগ্রহণকারীসহ, করোনা মহামারীর ঠিক আগে টেড-এক্স গুলশান ২০২০ সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে। আগের তুমুল সাফল্যকে ছাড়িয়ে এবার নতুন উদ্যমে টেড-এর অফিসিয়াল চ্যানেলের ৫ কোটির বেশি দর্শকদের কাছে বাংলাদেশের বক্তাদের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করছে টেড-এক্স গুলশান।
এ অনুপ্রেরণামূলক আলোচনার পাশাপাশি, কোক স্টুডিও বাংলাদেশের গায়ক ঋতু রাজের একটি সঙ্গীত পরিবেশনাও থাকবে। যেকেউ টিকিট কেটে অংশগ্রহণ করতে পারবেন এ আয়োজনে। টিকিট সংগ্রহের লিংক : www.tickifz.live/events/tedxgulshan-2023