০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চিন্তাজগতে ঘটুক মন-বিপ্লব

ছোট ছোট বাক্য। গম্ভীর কিন্তু দ্যুতিময়। শতাধিক বাণীর ছোট্ট বই ‘কোয়ান্টাম ভাবনা ফিউশন’। বাণী ছোট হলেও আবেদনগুলো বড়। দৃষ্টিনন্দন প্রচ্ছদে ১২৮ পৃষ্ঠার পুস্তিকাটি পকেটে রাখার মতো। ১১৯টি নির্বাচিত বাণীর সংকলন। সহজবোধ্য ভাষা। একেকটি বাণী পাঠকের উপলব্ধিতে একেকভাবে নাড়া দেবে। লেখক বাংলাদেশে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার পথিকৃৎ শহীদ আল বোখারী মহাজাতক।

কোয়ান্টাম ভাবনা ফিউশন বই পড়তে পড়তে পাঠক বুঝতে পারবেন- বৃত্ত কোথাও নিয়ে যায় না। অনুভব করবেন বৃত্ত ভেঙে নতুন পথ তৈরির তাগিদ। ‘সাহসী মানুষ যতক্ষণ বেঁচে থাকে, মানুষের মতো বাঁচে। যখন মারা যায় তখনো মানুষ হিসেবেই মারা যায়। আর ভীরু বাঁচেও না, মরেও না। সে শুধু ভয় পায়’ বাণী পড়তে পড়তে হয়তো পাঠক পাবেন ঘুরে দাঁড়ানোর শক্তি। পাঠক উপলব্ধি করবেন- অস্থির সময়ে স্থিরতার প্রয়োজন সবচেয়ে বেশি। সহজপাঠ্য বইটি এক নিমিষেই পড়ে ফেললেও মনের গভীরে জোগাবে ভাবনার খোরাক। চিন্তার ঢেউয়ে ঘটে যেতে পারে মন-বিপ্লব। মূল্য ৫৫ টাকা। বইমেলায় ৩৬২ নম্বর কোয়ান্টাম স্টলে পাওয়া যাচ্ছে ৪০ টাকায়। বই থেকে প্রাপ্ত আয়ের অর্থ সৃষ্টির সেবায় নিবেদিত। বইটি প্রকাশ করেছে সেবামূলক সঙ্ঘ কোয়ান্টাম ফাউন্ডেশন। উৎসর্গ করা হয়েছে চিন্তাশীল সংযমী ধৈর্যশীল সমমর্মী সেবাদানকারী বিশ্বাসী তরুণদের উদ্দেশে। লেখকের আহ্বান- চিন্তার ছোট ছোট ঢেউয়ে মন-বিপ্লব ঘটুক পাঠক মনে।

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

চিন্তাজগতে ঘটুক মন-বিপ্লব

আপডেট সময় : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

ছোট ছোট বাক্য। গম্ভীর কিন্তু দ্যুতিময়। শতাধিক বাণীর ছোট্ট বই ‘কোয়ান্টাম ভাবনা ফিউশন’। বাণী ছোট হলেও আবেদনগুলো বড়। দৃষ্টিনন্দন প্রচ্ছদে ১২৮ পৃষ্ঠার পুস্তিকাটি পকেটে রাখার মতো। ১১৯টি নির্বাচিত বাণীর সংকলন। সহজবোধ্য ভাষা। একেকটি বাণী পাঠকের উপলব্ধিতে একেকভাবে নাড়া দেবে। লেখক বাংলাদেশে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার পথিকৃৎ শহীদ আল বোখারী মহাজাতক।

কোয়ান্টাম ভাবনা ফিউশন বই পড়তে পড়তে পাঠক বুঝতে পারবেন- বৃত্ত কোথাও নিয়ে যায় না। অনুভব করবেন বৃত্ত ভেঙে নতুন পথ তৈরির তাগিদ। ‘সাহসী মানুষ যতক্ষণ বেঁচে থাকে, মানুষের মতো বাঁচে। যখন মারা যায় তখনো মানুষ হিসেবেই মারা যায়। আর ভীরু বাঁচেও না, মরেও না। সে শুধু ভয় পায়’ বাণী পড়তে পড়তে হয়তো পাঠক পাবেন ঘুরে দাঁড়ানোর শক্তি। পাঠক উপলব্ধি করবেন- অস্থির সময়ে স্থিরতার প্রয়োজন সবচেয়ে বেশি। সহজপাঠ্য বইটি এক নিমিষেই পড়ে ফেললেও মনের গভীরে জোগাবে ভাবনার খোরাক। চিন্তার ঢেউয়ে ঘটে যেতে পারে মন-বিপ্লব। মূল্য ৫৫ টাকা। বইমেলায় ৩৬২ নম্বর কোয়ান্টাম স্টলে পাওয়া যাচ্ছে ৪০ টাকায়। বই থেকে প্রাপ্ত আয়ের অর্থ সৃষ্টির সেবায় নিবেদিত। বইটি প্রকাশ করেছে সেবামূলক সঙ্ঘ কোয়ান্টাম ফাউন্ডেশন। উৎসর্গ করা হয়েছে চিন্তাশীল সংযমী ধৈর্যশীল সমমর্মী সেবাদানকারী বিশ্বাসী তরুণদের উদ্দেশে। লেখকের আহ্বান- চিন্তার ছোট ছোট ঢেউয়ে মন-বিপ্লব ঘটুক পাঠক মনে।