০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উচ্ছেদ ও নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠলেন এলাকাবাসী

বদলগাছীতে ভূমিহীন লাইলীর জন্য মানববন্ধন

নওগাঁর বদলগাছীতে সরকারি জমি থেকে ভূমিহীন এক বৃদ্ধা নারীকে উচ্ছেদ ও মারধরের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে দ্রুত বিচার ও বৃদ্ধার বসবাসের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র ও নারী-পুরুষের অংশগ্রহণে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান আনিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া, প্রতিবেশী নাজিম উদ্দিনসহ অনেকে। বক্তারা বলেন, একজন নিরুপায় বৃদ্ধা নারীর ওপর এমন নির্যাতন কোনোভাবেই মানবিক হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

 

বক্তারা জানান, লাইলী বেওয়া গত ৩০ বছর ধরে সরকারি এই জায়গায় বসবাস করে আসছেন। জায়গাটি একসময় অনেক নিচু ছিল—নিজ উদ্যোগে মাটি ভরাট করে বসবাসের উপযোগী করেন তিনি। কিন্তু সম্প্রতি ঝড়-বৃষ্টিতে তার ঘর ভেঙে গেলে গ্রামবাসীর সহযোগিতায় পুনরায় সেই পুরনো জায়গায় ঘর নির্মাণের চেষ্টা করেন লাইলী বেওয়া। এ সময় পাশের জমির মালিকরা বাধা দেয় এবং পরে তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগী লাইলী বেওয়া মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “৩০ বছর ধরে আমি এই জায়গায় আছি। নিজের হাতে মাটি ভরাট করে ঘর তুলেছি। এখন আমার বার্ধক্যে এসে তারা আমাকে মারধর করে তাড়াতে চায়। আমি সরকারের কাছে বিচার চাই, আমার থাকার জায়গাটা যেন কেউ কেড়ে নিতে না পারে।”

প্রতিবেশীরা জানান, লাইলীর জায়গার সীমানা নিয়ে পূর্বে কোনো বিরোধ ছিল না। কিন্তু সম্প্রতি এলাকার প্রভাবশালী এক ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় মাপজোক করে লাইলীর জায়গার একটি অংশ দখল করতে চান। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান মোটা অংকের টাকার বিনিময়ে সরকারি ওই জমি ভাগ করে দেন, যার ফলে সংঘাতের সূত্রপাত হয়।

এ ঘটনায় লাইলী বেওয়া অধাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। উল্টো তার ঘর পুনর্নির্মাণে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন বৃদ্ধা নারী সরকারি জমিতে আশ্রয় নিয়েছেন—এটা কোনো অপরাধ নয়। বরং রাষ্ট্রের দায়িত্ব তাকে সুরক্ষা দেওয়া। আমরা এই অন্যায়ের বিচার চাই এবং লাইলী বেওয়ার বসবাসের অধিকার নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাবিবুর রহমান, স্থানীয় সমাজকর্মী সোহেল রানা, শিক্ষক আমিনুল ইসলাম, সাংবাদিক এনামুল হকসহ অনেকে।

বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভূমিহীন বৃদ্ধাকে সরকারি জমিতে বসবাসের বৈধ অনুমতি প্রদান এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতার তদন্ত দাবি করেন। তারা বলেন, “একজন মায়ের চোখের পানি যেন আর ঝরে না, রাষ্ট্র যেন তার আশ্রয় কেড়ে না নেয়।”

এমআর/সবা

উচ্ছেদ ও নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠলেন এলাকাবাসী

আপডেট সময় : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

নওগাঁর বদলগাছীতে সরকারি জমি থেকে ভূমিহীন এক বৃদ্ধা নারীকে উচ্ছেদ ও মারধরের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে দ্রুত বিচার ও বৃদ্ধার বসবাসের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র ও নারী-পুরুষের অংশগ্রহণে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান আনিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া, প্রতিবেশী নাজিম উদ্দিনসহ অনেকে। বক্তারা বলেন, একজন নিরুপায় বৃদ্ধা নারীর ওপর এমন নির্যাতন কোনোভাবেই মানবিক হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

 

বক্তারা জানান, লাইলী বেওয়া গত ৩০ বছর ধরে সরকারি এই জায়গায় বসবাস করে আসছেন। জায়গাটি একসময় অনেক নিচু ছিল—নিজ উদ্যোগে মাটি ভরাট করে বসবাসের উপযোগী করেন তিনি। কিন্তু সম্প্রতি ঝড়-বৃষ্টিতে তার ঘর ভেঙে গেলে গ্রামবাসীর সহযোগিতায় পুনরায় সেই পুরনো জায়গায় ঘর নির্মাণের চেষ্টা করেন লাইলী বেওয়া। এ সময় পাশের জমির মালিকরা বাধা দেয় এবং পরে তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগী লাইলী বেওয়া মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “৩০ বছর ধরে আমি এই জায়গায় আছি। নিজের হাতে মাটি ভরাট করে ঘর তুলেছি। এখন আমার বার্ধক্যে এসে তারা আমাকে মারধর করে তাড়াতে চায়। আমি সরকারের কাছে বিচার চাই, আমার থাকার জায়গাটা যেন কেউ কেড়ে নিতে না পারে।”

প্রতিবেশীরা জানান, লাইলীর জায়গার সীমানা নিয়ে পূর্বে কোনো বিরোধ ছিল না। কিন্তু সম্প্রতি এলাকার প্রভাবশালী এক ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় মাপজোক করে লাইলীর জায়গার একটি অংশ দখল করতে চান। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান মোটা অংকের টাকার বিনিময়ে সরকারি ওই জমি ভাগ করে দেন, যার ফলে সংঘাতের সূত্রপাত হয়।

এ ঘটনায় লাইলী বেওয়া অধাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। উল্টো তার ঘর পুনর্নির্মাণে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন বৃদ্ধা নারী সরকারি জমিতে আশ্রয় নিয়েছেন—এটা কোনো অপরাধ নয়। বরং রাষ্ট্রের দায়িত্ব তাকে সুরক্ষা দেওয়া। আমরা এই অন্যায়ের বিচার চাই এবং লাইলী বেওয়ার বসবাসের অধিকার নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাবিবুর রহমান, স্থানীয় সমাজকর্মী সোহেল রানা, শিক্ষক আমিনুল ইসলাম, সাংবাদিক এনামুল হকসহ অনেকে।

বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভূমিহীন বৃদ্ধাকে সরকারি জমিতে বসবাসের বৈধ অনুমতি প্রদান এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতার তদন্ত দাবি করেন। তারা বলেন, “একজন মায়ের চোখের পানি যেন আর ঝরে না, রাষ্ট্র যেন তার আশ্রয় কেড়ে না নেয়।”

এমআর/সবা