আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ জেলায় তাদের আভিযানিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা তল্লাশি চৌকি স্থাপন করে নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এসব চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জননিরাপত্তার স্বার্থে এবং একটি সুন্দর, স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের আভিযানিক তৎপরতা চলমান থাকবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এই সজাগ অবস্থান স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলছে।










