খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আরো এক আসামী রিমন ত্রিপুরা (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এরআগে বুধবার সন্ধ্যায় ২ ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
পলাতক অভিযুক্ত সুমন ত্রিপুরাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে মাটিরাঙা থানার ওসি তৌফিকুল ইসলাম। ওসি জানায়,” গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কিশোরী আত্মীয়ের সাথে স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে পুজা দেখতে যায়। ওই সময় ৪ জন স্থানীয় যুবক তাকে কথা আছে বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে মেম্বার মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় অভিযুক্তরা। আজ সকালে পলাতক দুজনের মধ্যে রিমন ত্রিপুরাকে গ্রেফতার করা হয়। আসামীদের আমরা আদালতে প্রেরণ করেছি। এছাড়া ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ”
এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় ৪ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে কিশোরীর বড় বোন।
পুলিশ জানায়,” গ্রেফতারকৃত রনি বিকাশ ত্রিপুরা বেলছড়ি ইউনিয়নের হেমন্ত হেডম্যান পাড়া এলাকার অরুণ বিকাশ রোয়াজার ছেলে। অপর আসামি ডেটল ত্রিপুরা গোমতি ইউনিয়নের উদয় কুমার পাড়া এলাকার আনি রঞ্জন ত্রিপুরার ছেলে এবং অপর আসামি একই এলাকার হেয়াসা ত্রিপুরার ছেলে রিমন ত্রিপুরা। এ ঘটনায় পলাতক আসামি একই এলাকার যুদ্ধ কুমার ত্রিপুরার ছেলে সুমন বিকাশ ত্রিপুরা (১৮)।
এমআর/সবা










