০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইংরেজি নববর্ষ উপলক্ষে কক্সবাজারে মানতে হবে যেসব বিধি- নিষেধ 

ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) উপলক্ষে কক্সবাজার জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছু বিধি-নিষেধ জারি করেছে জেলা পুলিশ। এসব বিধি-নিষেধ কঠোরভাবে অনুসরণের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ এবং শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে থার্টি ফার্স্ট নাইটে নিম্নোক্ত বিধি-নিষেধগুলো কার্যকর থাকবে—

বিধি-নিষেধসমূহ:

১. থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার শহর এলাকা ও সমুদ্রসৈকতে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি ও বিপণন কেন্দ্র বন্ধ রাখতে হবে।

২. এ উপলক্ষে জেলার উন্মুক্ত স্থান ও রাস্তায় প্রকাশ্যে কোনো কনসার্ট, নাচ কিংবা গানের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

৩. আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে মদ ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।

৪. থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইন-শৃঙ্খলার অবনতি, নাশকতা, সহিংসতা বা বোমা হামলাসহ যেকোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ।

৫. উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, প্রতিযোগিতা, জয়রাইড এবং বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো যাবে না।

৬. থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আগত নারী পর্যটকদের কোনো ধরনের ইভটিজিং বা উত্ত্যক্ত করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

৭. বছরের শেষ দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হোটেল ও মোটেলগুলোতে ইনডোর অনুষ্ঠানের আয়োজন সংক্রান্ত তথ্য এবং আগত কোনো সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে ডিএসবি শাখাকে অবহিত করতে হবে।

শু/সবা

ইংরেজি নববর্ষ উপলক্ষে কক্সবাজারে মানতে হবে যেসব বিধি- নিষেধ 

আপডেট সময় : ০৮:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) উপলক্ষে কক্সবাজার জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছু বিধি-নিষেধ জারি করেছে জেলা পুলিশ। এসব বিধি-নিষেধ কঠোরভাবে অনুসরণের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ এবং শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে থার্টি ফার্স্ট নাইটে নিম্নোক্ত বিধি-নিষেধগুলো কার্যকর থাকবে—

বিধি-নিষেধসমূহ:

১. থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার শহর এলাকা ও সমুদ্রসৈকতে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি ও বিপণন কেন্দ্র বন্ধ রাখতে হবে।

২. এ উপলক্ষে জেলার উন্মুক্ত স্থান ও রাস্তায় প্রকাশ্যে কোনো কনসার্ট, নাচ কিংবা গানের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

৩. আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে মদ ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।

৪. থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইন-শৃঙ্খলার অবনতি, নাশকতা, সহিংসতা বা বোমা হামলাসহ যেকোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ।

৫. উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, প্রতিযোগিতা, জয়রাইড এবং বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো যাবে না।

৬. থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আগত নারী পর্যটকদের কোনো ধরনের ইভটিজিং বা উত্ত্যক্ত করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

৭. বছরের শেষ দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হোটেল ও মোটেলগুলোতে ইনডোর অনুষ্ঠানের আয়োজন সংক্রান্ত তথ্য এবং আগত কোনো সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে ডিএসবি শাখাকে অবহিত করতে হবে।

শু/সবা