মুন্সিগঞ্জের গজারিয়ায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইতিমধ্যেই প্রার্থীতার ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে মাঠে ময়দানে নানাশ্রেনী পেশার ভোটারদের নিকট ভোট ও আপামর সকল বয়সী জনসাধারনের নিকট দোয়া চাইছেন গজারিয়া উপজেলার আওয়ামী সাধারণ সম্পাদক মনসুর আহামেদ খাঁন জিন্নাহ্।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে জনগণের বিপুল ভোট ব্যালটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটাই জানায় সংশ্লিষ্ট জিন্নাহ্ সর্মথক সূত্র।
প্রাক নির্বাচনী এই প্রচারনার আমেজে তেমনি সুবিদিত সাড়া মিলছে সাধারণ জনগনের দোরগোড়ায় জনিয়েছেন জিন্নাহ্ সহধর্মিণী ফারহানা আক্তার এ্যানি।
তারাই ধারাবাহিকতায় সপ্তাহ জুড়ে উপজেলার গুয়াগাছিয়া,ইমামপুর,সহ বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৫ গ্রামে জনসংযোগ চালিয়েন,সোমবার টেংগারচর গ্রামের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে স্বাক্ষর করেচে বলে খবর পাওয়া গেছে।










