বিএনপির অফিসে হামলা ও ভাংচুরের মামলায় গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ) সহসভাপতি এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ জুলাই রবিবার বিকালে ঢাকার একটি বাসা থেকে এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া রবিবার রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম চারমাথা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনকে গ্রেফতার করা হয়। তিনি জেলা বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। অপর দিকে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, পৌরসভার পশ্চিম চারমাথা এলাকা থেকে অভিযান চালিয়ে মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার তালুককানুপুর বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তার জড়িত থাকার তথ্য পাওয়া রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এমআর/সবা













