সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মো. নিরব হোসেন (৫৬)।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, নিরব নামের ওই ব্যক্তি বেগম খালেদা জিয়ার জানাজার অংশগ্রহণের পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মৃত নিরব হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার ডালিমিয়া এলাকার মতিউর রহমানের ছেলে।
এমআর/সবা

























