০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র নেওয়ার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নির্ধারিত সময় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের কথা থাকলেও তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত মনোনয়নপত্র নেওয়ার প্রার্থীরা শেষ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ফলে বিকেল সাড়ে তিনটার পরও মনোনয়নপত্র গ্রহণ অব্যাহত রয়েছে।

মনোনয়নপত্র নিতে আসা কয়েকজন শিক্ষার্থী জানান, শেষ মুহূর্তে এসে ফরম নেওয়ার সুযোগ পেয়ে তারা স্বস্তি পেয়েছেন। ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাশেদ বলেন, “আমরা ভেবেছিলাম সময় শেষ হয়ে যাবে, কিন্তু কমিশন সময় বাড়ানোয় সুযোগ পেলাম। এতে অনেকেই বঞ্চিত হওয়ার হাত থেকে রক্ষা পেলেন।”

আরেকজন প্রার্থী সায়েম উদ্দিন বলেন, “শেষ সময়ে ভিড় বেশি থাকে। আজও একই অবস্থা। সময় না বাড়ালে আমাদের পক্ষে মনোনয়ন নেওয়া কঠিন হয়ে যেত।”

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনির উদ্দিন বলেন, “আমরা চাই না কেউ শুধুমাত্র সময় সংকটের কারণে মনোনয়নপত্র নিতে না পারেন। তাই যারা লাইনে আছেন বা আসবেন, তারা শেষ না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ প্রক্রিয়া চলবে।”

এদিকে সময় বাড়ানোয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, এতে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে এবং নির্বাচন আরও প্রতিযোগিতামূলক হবে।

এমআর/সবা

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র নেওয়ার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন

আপডেট সময় : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নির্ধারিত সময় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের কথা থাকলেও তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত মনোনয়নপত্র নেওয়ার প্রার্থীরা শেষ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ফলে বিকেল সাড়ে তিনটার পরও মনোনয়নপত্র গ্রহণ অব্যাহত রয়েছে।

মনোনয়নপত্র নিতে আসা কয়েকজন শিক্ষার্থী জানান, শেষ মুহূর্তে এসে ফরম নেওয়ার সুযোগ পেয়ে তারা স্বস্তি পেয়েছেন। ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাশেদ বলেন, “আমরা ভেবেছিলাম সময় শেষ হয়ে যাবে, কিন্তু কমিশন সময় বাড়ানোয় সুযোগ পেলাম। এতে অনেকেই বঞ্চিত হওয়ার হাত থেকে রক্ষা পেলেন।”

আরেকজন প্রার্থী সায়েম উদ্দিন বলেন, “শেষ সময়ে ভিড় বেশি থাকে। আজও একই অবস্থা। সময় না বাড়ালে আমাদের পক্ষে মনোনয়ন নেওয়া কঠিন হয়ে যেত।”

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনির উদ্দিন বলেন, “আমরা চাই না কেউ শুধুমাত্র সময় সংকটের কারণে মনোনয়নপত্র নিতে না পারেন। তাই যারা লাইনে আছেন বা আসবেন, তারা শেষ না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ প্রক্রিয়া চলবে।”

এদিকে সময় বাড়ানোয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, এতে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে এবং নির্বাচন আরও প্রতিযোগিতামূলক হবে।

এমআর/সবা