চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ও বর্তমান চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ।
গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।
সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
চাকসুর সহ-সভাপতি ও শিবিরের চবি শাখার নবনির্বাচিত সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমি চাকসু ও ছাত্রশিবিরের দায়িত্ব সমান্তরাল ভাবে পালন করব। ছাত্রশিবিরের নীতিমালা ও গঠনতন্ত্র অনুযায়ী চলবে, অন্যদিকে চাকসু তার গঠনতন্ত্র অনুযায়ী চলবে। ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের একটি রাজনৈতিক সংগঠন, অন্যদিকে চাকসু সকল শিক্ষার্থীদের সংগঠন দুটো সংগঠন দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করব।’
তিনি আরও বলেন, ‘রাকসু ও ডাকসু নেতৃবৃন্দরা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব আছেন। সে অনুযায়ী আমিও পেয়েছি, আমি আমার দায়িত্ব সমানভাবে কাজ করে যাব।’
নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের কল্যাণে যে কার্যক্রমগুলো ইতোমধ্যে পরিচালিত হয়েছে, সেগুলো আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠন যেন সমানভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এবং পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্য বজায় থাকে সে বিষয়ে ছাত্রশিবির সর্বোচ্চ উদারতা ও সহযোগিতা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।’
শু/সবা

























