ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন এখন বাস্তবের আদালতে খলনায়কের মতো সম্মুখীন হচ্ছেন। তার অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’–এর প্রিমিয়ার শো চলাকালীন ঘটে যাওয়া পদদলনের ঘটনায় অভিনেতা ও আরও ২৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল করা হয়েছে। হায়দারাবাদের নামপল্লী আদালতের ৯ম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) এই নথি গ্রহণ করেছেন।
দুর্ঘটনা ঘটে ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি এক্স রোডসের সন্ধ্যা থিয়েটারে। প্রিয় তারকাকে এক নজর দেখতে আসা হাজারো ভক্তের চাপের কারণে পদদলিত হয়ে রেবতী (৩৫) নামে এক নারী নিহত হন। এ সময় তার শিশু সন্তান শ্রীতেজ গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় অক্সিজেন সংকটে ভোগে, যা দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি করেছে।
পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই ট্র্যাজেডি ছিল নিরাপত্তা বিধি লঙ্ঘনের চরম উদাহরণ। চার্জশিটে আল্লু অর্জুনকে অভিযুক্ত করা হয়েছে কারণ তিনি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি জেনে থিয়েটারে উপস্থিত হয়েছিলেন। পুলিশ সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া অনুষ্ঠানস্থলে যান।

অভিযোগে আরও রয়েছে, থিয়েটারের মালিক ও ব্যবস্থাপনা কমিটি, অভিনেতার ব্যক্তিগত ব্যবস্থাপক এবং আটজন বাউন্সারেরও অবহেলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যায়। ভিআইপি প্রবেশপথ না থাকায় এবং কিছু বাউন্সারের আচরণ জনতাকে আরও উত্তেজিত করে, যা পদদলনে রূপ নেয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৪ (অবহেলাজনিত মৃত্যু) এবং অন্যান্য ধারায় মামলা করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে আল্লু অর্জুনকে সাময়িকভাবে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পান।
ভুক্তভোগী পরিবার দুর্ঘটনার বিচারের পাশাপাশি আহত শিশুর জন্য ক্ষতিপূরণ দাবি করছেন। চার্জশিট দাখিলের মাধ্যমে মামলা এখন বিচারিক পর্যায়ে পৌঁছেছে, যা আল্লু অর্জুনের ক্যারিয়ারে এক বড় আইনি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
এমআর/সবা
















