০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে অভিনেত্রী বললেন, মানুষ মাত্রই ভুল করে

গেল কয়েকদিন হল শোনা যাচ্ছিল দল বদল করে নতুন দলে যোগ দিচ্ছেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্র। সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করলেন তিনি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।

পার্টির কার্যালয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে দলটিতে যোগ দিয়েছেন পার্নো মিত্র। দলে যোগ দেওয়ার পর পার্নো মিত্রকে হাতে দলীয় পতাকা নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। নতুন রাজনৈতিক ইনিংসের সূচনা হিসেবে এই মুহূর্ত ঘিরে তৈরি হয় বেশ আলোচনা।

 

পার্নো মিত্র বলেন, ‘একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। তবে যেভাবে ভেবেছিলাম, বিষয়টি সেভাবে এগোয়নি। মানুষ মাত্রই ভুল করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে থেকে নতুনভাবে কাজ করতে চাই।’

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, পার্নো ২০১৯ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে বিজেপির দলীয় কর্মসূচিতে তাঁকে সক্রিয়ভাবে দেখা যায়নি।

এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরাহনগর নির্বাচনী কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল পার্নোকে। সে বছর বিজেপি বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করেছিল পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর মতো একাধিক তারকাকে। ওই নির্বাচনে শাসকদলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো।

 

উল্লেখ্য, পার্নোর অভিনয়জীবন শুরু ২০০৭ সালে। ছোট পর্দায় রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে শুরু। বড় পর্দায় তাঁকে নিয়ে আসেন অঞ্জন দত্ত। ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকা তিনি। অভিনেত্রীর ঝুলিতে আছে ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’ ইত্যাদি ছবি।

অন্যদিকে, ঢাকার সিনেমাতেই অভিনয় করেছেন এ নায়িকা। মোশাররফ করিমের বিপরীতে তিনি ‘বিলডাকিনি’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সূত্র: আনন্দবাজার

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে অভিনেত্রী বললেন, মানুষ মাত্রই ভুল করে

আপডেট সময় : ০৮:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

গেল কয়েকদিন হল শোনা যাচ্ছিল দল বদল করে নতুন দলে যোগ দিচ্ছেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্র। সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করলেন তিনি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।

পার্টির কার্যালয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে দলটিতে যোগ দিয়েছেন পার্নো মিত্র। দলে যোগ দেওয়ার পর পার্নো মিত্রকে হাতে দলীয় পতাকা নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। নতুন রাজনৈতিক ইনিংসের সূচনা হিসেবে এই মুহূর্ত ঘিরে তৈরি হয় বেশ আলোচনা।

 

পার্নো মিত্র বলেন, ‘একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। তবে যেভাবে ভেবেছিলাম, বিষয়টি সেভাবে এগোয়নি। মানুষ মাত্রই ভুল করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে থেকে নতুনভাবে কাজ করতে চাই।’

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, পার্নো ২০১৯ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে বিজেপির দলীয় কর্মসূচিতে তাঁকে সক্রিয়ভাবে দেখা যায়নি।

এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরাহনগর নির্বাচনী কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল পার্নোকে। সে বছর বিজেপি বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করেছিল পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর মতো একাধিক তারকাকে। ওই নির্বাচনে শাসকদলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো।

 

উল্লেখ্য, পার্নোর অভিনয়জীবন শুরু ২০০৭ সালে। ছোট পর্দায় রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে শুরু। বড় পর্দায় তাঁকে নিয়ে আসেন অঞ্জন দত্ত। ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকা তিনি। অভিনেত্রীর ঝুলিতে আছে ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’ ইত্যাদি ছবি।

অন্যদিকে, ঢাকার সিনেমাতেই অভিনয় করেছেন এ নায়িকা। মোশাররফ করিমের বিপরীতে তিনি ‘বিলডাকিনি’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সূত্র: আনন্দবাজার

এমআর/সবা