পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে অনুষদের ৬ষ্ঠ ব্যাচ সংশপ্তক কর্তৃক এ আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার( অ. দা.) ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু।
উপস্থিত ছিলেন উক্ত অনুষদের শিক্ষকবৃন্দ- আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক মো. রহমত সরকার ও সহকারী অধ্যাপক সউদ বিন আলম প্রতীক। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত অনুষদের সকল শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন ও উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, রোজা মানে শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, রোজা হলো এমন এক ধরনের সংযম যা সকল খারাপ আচরণ, অন্যায় কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। এটি শুধু এক মাসের জন্য নয়। এই এক মাসের শিক্ষাকে ধারণ করে পরবর্তী সময়েও সঠিকভাবে জীবনযাপন করতে হবে।
















