০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইবির রাসেল হলে ধূমপান করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নোটিশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের গেটের অভ্যন্তরে ধূমপানসহ সকল প্রকার মাদক সেবনে নিষেধাজ্ঞা আরোপ করেছে হল প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান হলটির প্রভোস্ট।

শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ রাসেল হলের আবাসিক ছাত্রদের জন্য জানানো যাচ্ছে যে, হলের ব্যক্তিগত রুমে এবং হল গেটের অভ্যন্তরে ধূমপান ও কোন প্রকার মাদক সেবন করা যাবে না। শিক্ষার্থীদের এই আদেশ মেনে চলার নির্দেশ দেওয়া হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ রাসেল হলের এক শিক্ষার্থী বলেন, হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধূমপান নিষেধাজ্ঞা অবশ্যই ভালো পদক্ষেপ আমি মনে করি কারণ এই ধূমপানের কারণে নিজের যেমন ক্ষতি হচ্ছে তেমনি তার পাশ্ববর্তী মানুষদেরও স্বাস্থ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, হলের ছাত্রদের সঙ্গে মতবিনিময়ে তাঁরা অভিযোগ করে, হলের কক্ষে একজন ধূমপান করলে আরেকজনের সমস্যা হয়। সে জন্য এ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। এটা সচেতনমূলক। যেন একজনের কারণে আরেকজনের কোনো ক্ষতি না হয়।

তবে এ নোটিশ জারি করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, কেউ কেউ সঠিক সিদ্ধান্ত মনে করলেও কারো মতে ব্যক্তির প্রাইভেসিতে হস্তক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ইবির রাসেল হলে ধূমপান করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নোটিশ

আপডেট সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের গেটের অভ্যন্তরে ধূমপানসহ সকল প্রকার মাদক সেবনে নিষেধাজ্ঞা আরোপ করেছে হল প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান হলটির প্রভোস্ট।

শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ রাসেল হলের আবাসিক ছাত্রদের জন্য জানানো যাচ্ছে যে, হলের ব্যক্তিগত রুমে এবং হল গেটের অভ্যন্তরে ধূমপান ও কোন প্রকার মাদক সেবন করা যাবে না। শিক্ষার্থীদের এই আদেশ মেনে চলার নির্দেশ দেওয়া হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ রাসেল হলের এক শিক্ষার্থী বলেন, হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধূমপান নিষেধাজ্ঞা অবশ্যই ভালো পদক্ষেপ আমি মনে করি কারণ এই ধূমপানের কারণে নিজের যেমন ক্ষতি হচ্ছে তেমনি তার পাশ্ববর্তী মানুষদেরও স্বাস্থ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, হলের ছাত্রদের সঙ্গে মতবিনিময়ে তাঁরা অভিযোগ করে, হলের কক্ষে একজন ধূমপান করলে আরেকজনের সমস্যা হয়। সে জন্য এ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। এটা সচেতনমূলক। যেন একজনের কারণে আরেকজনের কোনো ক্ষতি না হয়।

তবে এ নোটিশ জারি করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, কেউ কেউ সঠিক সিদ্ধান্ত মনে করলেও কারো মতে ব্যক্তির প্রাইভেসিতে হস্তক্ষেপ গ্রহণ করা হচ্ছে।