ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির নেতা, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শিক্ষানুরাগী সমাজসেবক মাহমুদুল হাসান শামীম। সোমবার সকালে অনুষ্ঠিত এ সভায় তিনি ত্রিশালকে মাদকমুক্ত, আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে শামীম বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। আমি চাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক ত্রিশাল উপহার দিতে। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ত্রিশালকে নতুনভাবে গড়ে তুলব।”
বর্তমানে তিনি ধলা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এবং আমিয়ান ডাংগুরী কাজিগ্রাম এমদাদুল উলুম মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার সক্রিয় ভূমিকার কারণে এলাকায় তিনি ব্যাপকভাবে সমাদৃত।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ প্রতিদিন এর ইমরান হাসান বুলবুল, দৈনিক সময়’s আলো এর হুমায়ুন কবীর হিমাদ্রি, দৈনিক জনকণ্ঠ ও সবুজ বাংলা এর আবু রাইহান, আজকের বাংলাদেশ পত্রিকার মমিনুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকা এর সাইফুল আলম তুহিন এবং দৈনিক জনাবানী এর দুর্জয় ইসলাম।
এছাড়া সভায় জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতী এম. এম. আশরাফুল আলম, ময়মনসিংহ মহানগর গণফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবাদী সরকার, ওলামা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য হাফেজ মাওলানা নূর হোসাইনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমআর/সবা










