মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত চক্ষু শিবিরে প্রায় ৭শত রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। দীর্ঘদিন ধরেই চোখের সমস্যা ভোগা গ্রামবাসীর জন্য এটি এক আশার আলো।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা এ শিবিরে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসকরা তৎপর ছিলেন। রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এবং অনেক রোগীকে দেওয়া হয় চশমা। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাছাইকৃত রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, কল্যান ট্রাস্ট ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান চৌধুরী রাসেল এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ এবং সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে শিবিরে দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠাতা নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন, “আমরা বছর বছর গ্রামীণ জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজও প্রায় ৭শত মানুষকে সেবা দেওয়া হলো। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা নয়, শিক্ষার্থীদের জন্যও বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ নিশ্চিত করা। ইনশাআল্লাহ, এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
শিবিরে অংশ নেওয়া গ্রামবাসীরা জানিয়েছেন, চোখের সমস্যা নিয়ে বছরের পর বছর ভুগলেও আজ তাদের জন্য নতুন দৃষ্টির আলো ফিরেছে। অনেকে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি।
এমআর/সবা










