০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জের শ্যামনাই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীরাও ঝুঁকিতে

সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮৫ নং শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দ্বি-তল বিশিষ্ট মাঠে হাঁটু সমান পানিতে খেলা করছে হাঁস। পানি জমার কারণে মাঠের নিচের তলায় তৃতীয় শ্রেণিসহ কিছু কক্ষ বন্ধ রয়েছে, যা দুই মাস ধরে শিক্ষাব্যবস্থায় ব্যাঘাত ঘটাচ্ছে।

বিদ্যালয়ের যাতায়াতের পথও পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা পিচ্ছিল রাস্তা পার হতে গিয়ে পড়ে পোশাক ভিজে যায়। এতে ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে এবং অভিভাবকদের মধ্যে স্কুলের প্রতি অনীহা বাড়ছে। শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা ও সাধারণ নিরাপত্তা সরাসরি প্রভাবিত হচ্ছে।

শিক্ষকবৃন্দ জানিয়েছেন, জলাবদ্ধতার কারণে মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, যা ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি তৈরি করছে। শিক্ষার্থী নাঈম হোসেন, ওমর ফারুক ও সুমাইয়া খাতুন বলেন, “স্কুল মাঠে জল জমে থাকায় খেলাধুলা করতে পারছি না, অনেক সময় ক্লাসেও যাওয়ার সময় অসুবিধার মুখোমুখি হচ্ছি।”

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন জানান, “বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় বর্ষা মৌসুমে প্রায় সব সময় জলাবদ্ধতার সমস্যা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়টি আমাদের জন্য প্রধান উদ্বেগের বিষয়।”

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেল্লাল হোসেন বলেন, “শ্যামনাই স্কুলের মাঠে জলাবদ্ধতার বিষয়ে আমরা অবগত। মাটি ভরাটের জন্য অধিদপ্তরের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। যথাসময়ে মাঠ সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, যদি দ্রুত সমাধান না করা হয়, তাহলে শিক্ষার মান ও ফলাফলের উপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি শিশুরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হবে।

এমআর/সবা

রায়গঞ্জের শ্যামনাই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীরাও ঝুঁকিতে

আপডেট সময় : ০৬:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮৫ নং শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দ্বি-তল বিশিষ্ট মাঠে হাঁটু সমান পানিতে খেলা করছে হাঁস। পানি জমার কারণে মাঠের নিচের তলায় তৃতীয় শ্রেণিসহ কিছু কক্ষ বন্ধ রয়েছে, যা দুই মাস ধরে শিক্ষাব্যবস্থায় ব্যাঘাত ঘটাচ্ছে।

বিদ্যালয়ের যাতায়াতের পথও পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা পিচ্ছিল রাস্তা পার হতে গিয়ে পড়ে পোশাক ভিজে যায়। এতে ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে এবং অভিভাবকদের মধ্যে স্কুলের প্রতি অনীহা বাড়ছে। শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা ও সাধারণ নিরাপত্তা সরাসরি প্রভাবিত হচ্ছে।

শিক্ষকবৃন্দ জানিয়েছেন, জলাবদ্ধতার কারণে মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, যা ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি তৈরি করছে। শিক্ষার্থী নাঈম হোসেন, ওমর ফারুক ও সুমাইয়া খাতুন বলেন, “স্কুল মাঠে জল জমে থাকায় খেলাধুলা করতে পারছি না, অনেক সময় ক্লাসেও যাওয়ার সময় অসুবিধার মুখোমুখি হচ্ছি।”

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন জানান, “বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় বর্ষা মৌসুমে প্রায় সব সময় জলাবদ্ধতার সমস্যা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়টি আমাদের জন্য প্রধান উদ্বেগের বিষয়।”

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেল্লাল হোসেন বলেন, “শ্যামনাই স্কুলের মাঠে জলাবদ্ধতার বিষয়ে আমরা অবগত। মাটি ভরাটের জন্য অধিদপ্তরের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। যথাসময়ে মাঠ সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, যদি দ্রুত সমাধান না করা হয়, তাহলে শিক্ষার মান ও ফলাফলের উপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি শিশুরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হবে।

এমআর/সবা