০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাজার ভাংচুরের ঘটনায় জামালপুরে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান

oplus_1024

গত বছর ৫ আগষ্ট পরবর্তী কুমিল্লাসহ সারাদেশে প্রায় শতাধিক “মাজার-খানকা-দরবার শরীফ’-এ হামলা-ভাংচুর-লুটতরাজ-অগ্নিসংযোগের ঘটনায় দৃশ্যমান বিচারিক পদক্ষেপ গ্রহণ এবং সারাদেশে সকল মাজার শরীফে শতভাগ নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে জামালপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরা স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে তাসওয়াফ ঐক্য পরিষদ, জামালপুর এর ব্যানারে শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় ও মো. আবু সায়েম হীরার সার্বিক তত্ত্বাবধানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, শাহ সুফি মাসুদ হুসাইন পীর সাহেব চিশতীয়া খানকা, আলী করমুল্লা আল কাদেরী কোটামনি মাজার শরীফ, সাংবাদিক মো. আনোয়ার হোসেন বাগে আবেদ দরবার শরীফ, মো. মুরাদ বাঙ্গালী ওয়াশিয়া দরবার শরীফ, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন নকশাবন্দী মোজাদ্দেদিয়া দরবার শরীফ, মো. বোরহান উদ্দিন চিশতীয়া নিজামীয়া দরবার শরীফ, মো. আশকর আলী চিশতীয়া দরবার শরীফ, হোসেন আলী চিশতী, আনছার আলী চিশতী, তারা মিয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফ, সামিদুল হক মোজাদ্দেদী, মোঃ আফসার আলী চিশতী, ইকবাল হোসেন চিশতীয়া আবদুল্লাহ আলী মাইজভান্ডারি প্রমূখ।

 

বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে নেহায়েত বিশৃঙ্খলতা সৃষ্টির লক্ষ্যে ইসলামের মূল ধারা তরিকাপন্থীদের অতি স্পর্শকাতর মাজার, খানকা, দরবার ও দরগাহ শরীফগুলোতে হামলা, ভাংচুর, লুটতরাজ অগ্নিসংযোগ এর মত ঘটনা ঘটাচ্ছে যা “তাসওয়াব ঐক্য পরিষদ, জামালপুর” বরাবরই তীব্র ক্ষোভ, নিন্দা এবং চরম উম্মা প্রকাশের সাথে সাথে বিচলিত এবং উৎকন্ঠার মধ্যে আছে। আমাদের জামালপুরের কোথায়ও এখনো কোন রকম হামলা-ভাংচুর হয় নাই কিন্তু আমরা সময় ভীতি-উৎকন্ঠার মধ্য দিয়েই সময় কাটাই।

বক্তারা জামালপুরের মাজার, খানকা, দরবার, দরগাহ শরীফগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করে বলেন জামালপুরের মানুষ যে শান্তি প্রিয় ও সম্প্রীতি বজায় রেখে চলে এই সুনাম যেন নষ্ট না হয়।

মানববন্ধন শেষে সারাদেশে যেন আর একটি মাজার ও দরবার শরীফ ভাঙ্গা না হয় সেই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জামালপুর দরবার শরীফসহ বিভিন্ন মাজারের আশেকান-জাকেরান, ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/সবা

মাজার ভাংচুরের ঘটনায় জামালপুরে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৫:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

গত বছর ৫ আগষ্ট পরবর্তী কুমিল্লাসহ সারাদেশে প্রায় শতাধিক “মাজার-খানকা-দরবার শরীফ’-এ হামলা-ভাংচুর-লুটতরাজ-অগ্নিসংযোগের ঘটনায় দৃশ্যমান বিচারিক পদক্ষেপ গ্রহণ এবং সারাদেশে সকল মাজার শরীফে শতভাগ নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে জামালপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরা স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে তাসওয়াফ ঐক্য পরিষদ, জামালপুর এর ব্যানারে শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় ও মো. আবু সায়েম হীরার সার্বিক তত্ত্বাবধানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, শাহ সুফি মাসুদ হুসাইন পীর সাহেব চিশতীয়া খানকা, আলী করমুল্লা আল কাদেরী কোটামনি মাজার শরীফ, সাংবাদিক মো. আনোয়ার হোসেন বাগে আবেদ দরবার শরীফ, মো. মুরাদ বাঙ্গালী ওয়াশিয়া দরবার শরীফ, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন নকশাবন্দী মোজাদ্দেদিয়া দরবার শরীফ, মো. বোরহান উদ্দিন চিশতীয়া নিজামীয়া দরবার শরীফ, মো. আশকর আলী চিশতীয়া দরবার শরীফ, হোসেন আলী চিশতী, আনছার আলী চিশতী, তারা মিয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফ, সামিদুল হক মোজাদ্দেদী, মোঃ আফসার আলী চিশতী, ইকবাল হোসেন চিশতীয়া আবদুল্লাহ আলী মাইজভান্ডারি প্রমূখ।

 

বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে নেহায়েত বিশৃঙ্খলতা সৃষ্টির লক্ষ্যে ইসলামের মূল ধারা তরিকাপন্থীদের অতি স্পর্শকাতর মাজার, খানকা, দরবার ও দরগাহ শরীফগুলোতে হামলা, ভাংচুর, লুটতরাজ অগ্নিসংযোগ এর মত ঘটনা ঘটাচ্ছে যা “তাসওয়াব ঐক্য পরিষদ, জামালপুর” বরাবরই তীব্র ক্ষোভ, নিন্দা এবং চরম উম্মা প্রকাশের সাথে সাথে বিচলিত এবং উৎকন্ঠার মধ্যে আছে। আমাদের জামালপুরের কোথায়ও এখনো কোন রকম হামলা-ভাংচুর হয় নাই কিন্তু আমরা সময় ভীতি-উৎকন্ঠার মধ্য দিয়েই সময় কাটাই।

বক্তারা জামালপুরের মাজার, খানকা, দরবার, দরগাহ শরীফগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করে বলেন জামালপুরের মানুষ যে শান্তি প্রিয় ও সম্প্রীতি বজায় রেখে চলে এই সুনাম যেন নষ্ট না হয়।

মানববন্ধন শেষে সারাদেশে যেন আর একটি মাজার ও দরবার শরীফ ভাঙ্গা না হয় সেই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জামালপুর দরবার শরীফসহ বিভিন্ন মাজারের আশেকান-জাকেরান, ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/সবা