যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিষেধক অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন ২০০ পিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা প্রকৌশলী নাজিমুল হক উপস্থিত ছিলেন।
ডা. আলমগীর জানান, কুকুর, বিড়াল ও হনুমানের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসা ২৬৬ জন রোগীকে এ ভ্যাকসিন দেওয়া যাবে।
ইউএনও রেকসোনা খাতুন বলেন, স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। এর আগে গত জুলাই মাসে ৩০০ পিস অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছিল।
এমআর/সবা










